বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম

গোপালগঞ্জে প্রশাসনের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থেকে থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমি শুনেছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। তবে আমরা যদি দেখি যে, প্রশাসন ভুল তথ্য দিয়েছে বা দায়িত্বহীনতা দেখিয়েছে, তাহলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। কেন এমন গাফিলতি ঘটেছে, তা জানাও জরুরি।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার শুরু হয়ে গেছে। এই বিচার প্রক্রিয়ার একটি ধাপ ছিল জনগণের প্রতিক্রিয়া, যেটা ইতোমধ্যেই দেখা গেছে। এখন বিচারিক কার্যক্রম চলছে, আদালত ঠিক করবে তাদের কী শাস্তি হবে।

অন্তর্বর্তী উপদেষ্টা বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, তখন বিচার বিভাগ, প্রশাসন কোনোকিছুই আমাদের সঙ্গে ছিল না। কিন্তু আমরা সবকে একত্র করে বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং তা সরাসরি সম্প্রচার করেছি। আমরা চাই, যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল খুলে বিচার সম্পন্ন হোক এবং এই বিচার আমাদের দায়িত্বকালেই শেষ হয়।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

Shera Lather
Link copied!