ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বেকারত্ব দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আসিফ মাহমুদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:০২ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

দেশে বেকারত্বের হার এখনো আশানুরূপ হারে কমেনি, আর এই সমস্যার সমাধান করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। কিন্তু বাস্তবতা হলো, এখনো বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমেনি। এই সমস্যার স্থায়ী সমাধান করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাবগুলো বিশ্লেষণ করে নীতিমালাকে আরও কার্যকর এবং সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরিসরে কাজ করার সুযোগ না থাকলেও যেন দক্ষভাবে কাজ করতে পারি, সে লক্ষ্যেই চেষ্টা চলছে।

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে আসিফ বলেন, দেশের ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে উন্নয়নের গতি থেমে যাবে। উদ্যোক্তাদের জন্য সহায়তা নিশ্চিত করতেই হবে।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি বলেন, বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে ওঠেনি। কাজ চলছে, তবে শুরুটা স্কুল পর্যায় থেকেই করতে হবে। পাইপলাইন তৈরি করে তাতে মফস্বলের তরুণদের যুক্ত করতে হবে। পরিকল্পিতভাবে সেগমেন্ট করে এগোতে হবে।