ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে মামলা, আসামি ১২০০

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১০:১৮ পিএম
সচিবালয়ে হামলা ও ভাঙচুর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সরকারি গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১,২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট তারিখ নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি হঠাৎ বদলসহ নানা দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে।

প্রথমে তারা শিক্ষা বোর্ড ও শিক্ষাভবনের দিকে যাত্রা করলেও পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারী শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশ না করতে বারবার অনুরোধ জানানো হলেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান ফটকে চলে আসে। একপর্যায়ে তারা দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।

এজাহারে বলা হয়, আন্দোলনকারীরা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের লক্ষ্য করে লাঠিসোঁটা, ইট-পাটকেল ছুড়ে মারে। এতে অনেক সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া সরকারি যানবাহন ভাঙচুর করে ক্ষয়ক্ষতি সাধন করা হয় এবং উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

মামলায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।