মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের পরিবারকে সহযোগিতা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ লক্ষ্যে মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেবে।
এ ছাড়া, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এই কর্মসূচির সার্বিক সমন্বয় করবে।
দুর্ঘটনায় শিক্ষকদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।