শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। এক্ষেত্রে তরুণদের অংশগ্রহণই এগুলো পরিবর্তনে ভূমিকা রাখবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যারা এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেওয়া হবে না।
জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবে জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক গুম, গণগ্রেপ্তার, খুন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্য ঘটনা ছিল। শিক্ষক, ছাত্র, নারী, শিশু কেউই তাদের নির্যাতন ও অত্যাচার থেকে বাদ যায়নি। জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবেই।
এ সময় বিচার নিয়ে তিনি তরুণদের সরব থাকার আহ্বান জানান।