জুলাই শহীদ পরিবারদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে ব্যয় ও বরাদ্দ সঠিকভাবে নির্ধারিত হয়েছে কি না তা যাচাই করতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার।
মিরপুর সেকশন-১৪-তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়নাধীন এই প্রকল্প নিয়ে সম্ভাব্য অনিয়ম বা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠতে পারে, এমন আশঙ্কায়ই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-২ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর সেকশন-১৪-তে গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ের যৌক্তিকতা পর্যালোচনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন
১. অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর, বুয়েট (আহ্বায়ক)
২. অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য)
৩. অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য)
৪. স্থপতি ড. আবু সাঈদ মোস্তফা আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (সদস্য)
৫. প্রকৌশলী মো. আব্দুল্লাহ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (সদস্য)
কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রকল্পের ব্যয় ব্যাখ্যা, বরাদ্দের যথার্থতা এবং সম্ভাব্য অনিয়ম সম্পর্কে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :