ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

আত্মগোপনে যাওয়া শেখ পরিবারের সদস্যরা এখন কোথায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:৪০ পিএম
শেখ পরিবারের সদস্যরা। ছবি- সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রোষের মুখে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ও আত্মীয়স্বজনদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনার অবস্থানের বিষয়টি ছাড়া আত্মগোপনে চলে যাওয়া আর কারো অবস্থান পরিষ্কার নয়।

শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করলেও তার সঙ্গে দেশ ছেড়ে যাওয়া ছোট বোন শেখ রেহানার অবস্থানের বিষয়টিও পরিষ্কার নয়। তিনি বড় বোনের সঙ্গে ভারতে আছেন, নাকি অন্য কোথাও চলে গেছেন—নিশ্চিত নয় এখনো। যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী।

অবশ্য শেখ রেহানার সন্তানরা—রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ ও আজমিনা সিদ্দিক অবস্থান করছেন যুক্তরাজ্যে। তাদের বিরুদ্ধে অনুদান-ট্যাক্স ফাঁকি ও সম্পদ লেনদেন সম্পর্কিত অভিযোগ তদন্তাধীন। এর মধ্যে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ঠিক কোথায় অবস্থান করছেন, সেটি নিয়ে অবশ্য বিভ্রান্তি রয়েছে।

সজীব ওয়াজেদ জয় তার মা দেশ ছাড়ার আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সে সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি আগে থেকে ভারতে অবস্থান করছিলেন। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই কারো কাছে।

এদিকে শেখ পরিবারের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, শেখ সেলিম এখনো দেশেই আছেন। তবে এই তথ্যের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না- কেননা তার বিদেশে অবস্থানের খবর এ পর্যন্ত অনেকবারই প্রচারিত হয়েছে।

শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস। ৫ আগস্টের পর থেকে তাদের খোঁজ নেই। সরকার পতনের দুই দিন আগে সিঙ্গাপুর যান তাপস। শেখ পরশও দেশ ছেড়েছেন বলে জানা যায়।

ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় আসা শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে কেউ কেউ জানালেও তথ্যটি নির্ভরযোগ্য নয়।

শেখ সেলিমের ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন। তবে শেখ হেলাল ভারতে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

শেখ আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তাদের কেউ কেউ ভারতের পথে পাড়ি দিয়েছেন, কেউ অন্য কোনো দেশে অবস্থান করছেন, আবার কেউ ঢাকায় আত্মগোপনে আছেন বলে জানা যাচ্ছে।

গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যায়, ক্ষমতা হারানোর পর থেকে শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। তাদের ঠিকানা গোপন রাখার চেষ্টা চলছে।