রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে নাগরিকদের মৌলিক অধিকার জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনায় স্থান পেয়েছে এমনই সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই আলোচনা। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আজকের আলোচ্য সাতটি বিষয়ে রয়েছে- উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আছে, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি, আজও বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
কমিশন আশা করছে, আজকের বৈঠকেই অমীমাংসিত প্রস্তাবগুলোর নিষ্পত্তি হবে। পুরো আলোচনার মাধ্যমে সংবিধান কাঠামোতে একটি বাস্তবভিত্তিক ও যুগোপযোগী সংস্কারের রূপরেখা দাঁড় করানো হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য হচ্ছে সমঝোতার ভিত্তিতে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো তৈরি, যেখানে রাজনৈতিক বিভাজন নয়, বরং সম্মিলিত সিদ্ধান্ত হবে অগ্রগতির ভিত্তি।