নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু ব্যক্তি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন শুধু টাকা-পয়সা এদিক-ওদিক করার উদ্দেশ্যে। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ থেকে অর্থ পাচার করেছেন, শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হয়েছেন এবং এখন দেশ ছেড়ে পালিয়ে আছেন। এ কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তবে এই কারখানা বন্ধের দায় সরকার বা তিনি নিজে নেন না বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, ভালো মালিকরা দেশেই আছেন এবং তারা শ্রমিকদের ন্যায্যতা রক্ষা করছেন, নিয়মিত বেতন পরিশোধ করছেন এবং উৎপাদন চালিয়ে যাচ্ছেন। এর ফলে দেশের রপ্তানি আয় ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি থাকবে, তারা আন্দোলন করতেই পারে। আমি নিজেও যদি চাই, রাস্তায় নামতে পারি। দাবি-দাওয়া থাকাটা দোষের কিছু নয়।
শ্রমিক সংগঠনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একজন নেতা একবার নির্বাচিত হলেই সারাজীবনের জন্য ক্ষমতায় থাকতে চান- এ ধরনের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। নিয়মিত নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধিদের উঠে আসার রেওয়াজ প্রতিষ্ঠা হওয়া দরকার।
এদিন একই ভবনে একটি গবেষণা কনফারেন্স উদ্বোধন করেন উপদেষ্টা। সেখানে চা-বাগান শ্রমিকদের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শৌচাগারের অভাবে অনেক নারী কর্মী ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। খাবার পানিরও তীব্র সংকট রয়েছে সেখানে। এটি অত্যন্ত অমানবিক।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা ৫০ জন শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
আপনার মতামত লিখুন :