সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন তিনি। পরদিন সকালে নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে নাশতা সারেন তিনি। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ঘুরে দেখেন পুরান ঢাকার আহসান মঞ্জিল।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের উদ্যোগে আয়োজিত শোতে অংশ নেন হানিয়া আমির। অনুষ্ঠানের ফাঁকে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেন। সেখানেই শাকিবকে বেছে নেন হানিয়া আমির। এমনকি তিনি শাকিবের ভক্ত বলেও জানান।
শাকিবের অভিনয় দীর্ঘদিন ধরে মুগ্ধ করেছে দেশ-বিদেশের দর্শকদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের এই তরুণ অভিনেত্রীও।
তবে অনুষ্ঠানটিতে এ ধরনের অবান্তর প্রশ্ন নিয়ে সমালোচনাও চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটিকে উপস্থাপকের অপরিপক্কতা বলে দাবি করছেন। কারণ ক্যারিয়ার, সাফল্য, স্টারডম বা কোনোকিছুতেই শাহরুখ খানের সঙ্গে শাকিব খানের তুলনা চলে না। এমন দুই তারকার মধ্যে একজনকে বেছে নেওয়ার প্রশ্ন করাটা তাই হাস্যকর বলে মনে করেন তারা।
তবে জানা গেছে, শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’তে নায়িকা হিসেবে ইধিকা পালকে দেখার কথা থাকলেও এবার গুঞ্জন উঠেছে হানিয়া আমিরকে নিয়ে।
জানা গেছে, হানিয়া আমিরের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে সিনেমা সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন