এশিয়া কাপের সুপার ফোরের হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গুলি বিনিময় হয়।
তবে ভারতীয় সূত্র অনুযায়ী, এই গোলাগুলিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না। এই সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোলাগুলির সূত্রপাত। এটি একটি সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন সংঘর্ষ ছিল। উভয় দেশের পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা নতুন নয়। এর আগে গত মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সংঘাত তীব্র হয়েছিল, যা চার দিনের মাথায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন