বাংলাদেশের তরুণ তারকা ব্যাটসম্যান সাইফ হাসান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে এক দুর্দান্ত ইনিংস খেলেছেন।
৪৫ বলে ৬১ রানের এই অসাধারণ ইনিংসে তিনি ৪টি ছক্কা এবং ২টি চার মারেন, যা দলকে জয়ের পথে নিয়ে যেতে বড় ভূমিকা রাখে। এই ইনিংসের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও পান।
দীর্ঘদিন ধরে 'টেস্ট ব্যাটসম্যান' হিসেবে পরিচিত সাইফ ২০২১ সালের পর থেকে লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ফিরতে পারেননি।
তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি নিজেকে নতুন করে চেনাতে শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার আক্রমণাত্মক ব্যাটিং তারই প্রমাণ।
সাইফের ইনিংসের প্রশংসা করেছেন অনেকেই। বিশেষ করে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারার বলে তার অসাধারণ ফ্লিক শটটি সবার নজর কেড়েছে। ফ্লিক শটে মারা সেই ছক্কা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরলি কার্তিক।
তিনি বলেন, ‘সাইফকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। সে আগের ম্যাচের হিরোকে (নুয়ান থুসারা) যেভাবে খেলেছে, বিশেষ করে তার বলে ফ্লিক করে ছক্কা মারাটা ছিল অসাধারণ।’
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভেজ মাহরুফও সাইফের ব্যাটিংয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্দান্তভাবে তাড়া করেছে। সাইফ হাসান অনেকটা মেকশিফট ওপেনার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে এবং এই ম্যাচেও ভালো ব্যাটিং করেছে। তার ব্যাটিংয়ের শুরু এবং ক্লিন হিটিং ছিল অসাধারণ।’
সাইফের ফ্লিক শট নিয়ে মাহরুফ আরও বলেন, ‘সাইফ জানত যে নুয়ান থুসারা ফুলার লেংথে বোলিং করবে। সে নিজেকে লাইনে রেখে ব্যাটিং করেছে। আপনি যদি তার ব্যাটিং দেখেন, তাহলে দেখতে পাবেন সে মিডল এবং অফ স্টাম্পে দাঁড়িয়ে খেলেছে।
সে সবগুলো স্টাম্প কাভার করে বলকে তার জোনে আসার জন্য অপেক্ষা করছিল। আমার মনে হয় এটা একটা দারুণ ইনিংস ছিল, যা তাদের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন