ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মুদি দোকানি ও এক হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, পৌর শহরের পুরাতন থানা রোডের হোটেল মালিক শ্রী অশোক মল্লিক (৬০), মুদি দোকানি শ্রীধাম সাহা (৬২) ও মোক্তার হোসেকে (৪০) ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। মূল্যতালিকা, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা মতে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন