পাবনার ভাঙ্গুড়ায় ভবানীপুর লিজেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর খেলার মাঠে ভবানীপুর লিজেন্ট একাদশের আয়োজনে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার নারী-পুরুষ-শিশুসহ সব বয়সি দর্শকের সমাগম হয়। জমজমাট ফাইনালে উল্কা ফুটবল একাদশ ৩-২ গোলে বেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আবেদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিমকে ২০ হাজার টাকা প্রাইজ মানি ও রানারআপ টিমকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন