দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে সুপার ফোরের ম্যাচে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ। এক সপ্তাহের ব্যবধানে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই সুপার পাওয়ার।
যদিও আগের মতো রোমাঞ্চের ছোঁয়া নেই, তবুও এই ম্যাচ ক্রিকেট বিশ্বে নজর কাড়ার জন্য যথেষ্ট।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করেছেন। আনুষ্ঠানিকভাবে কারণ কিছু ভিন্ন হলেও কয়েক সপ্তাহ আগের হাত না মেলানোর ইস্যু ও এশিয়া কাপ বয়কটের প্রেক্ষাপট এখনো উত্তেজনা সৃষ্টি করছে।
ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব খেলোয়াড়দের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাতে বলেছেন, যাতে বাইরের আলোচনা থেকে দূরে থাকেন এবং পুরো মনোযোগ দিতে পারেন।
ভারতীয় দলে এ ম্যাচে জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। ওমানের বিপক্ষে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। পাকিস্তানের দলও মোটিভেশান স্পিকার রাহিম রহিমের সঙ্গে প্রস্তুতি নিয়েছে।
টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৯ ম্যাচের ইতিহাস অনুযায়ী আগে ব্যাট করা দল মাত্র একবার জয়ী হয়েছে। তাই দুবাইয়ে টস ভাগ্যের এক্স ফ্যাক্টর হতে পারে।
আজকের খেলায় দু’দলের সম্ভাব্য একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন