রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাসস

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:৪৭ এএম

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে: শারমীন মুরশিদ

বাসস

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:৪৭ এএম

সমাজকল্যাণ ও মহিলা এবং শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি- সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা এবং শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি- সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই কর্তৃক আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল)  সারজিস আলম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ ছাড়াও জুলাই যুদ্ধে শহীদ ও আহত পরিবারের অভিভাবক এবং জুলাই যোদ্ধারা বক্তৃতা করেন।

শারমীন এস মুরশিদ বলেন, ২০২৪ সালের জুলাই যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। ১৮ জুলাইয়ের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন যখন আমি রাস্তায় ছিলাম, তখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল, পুলিশ গুলি চালাচ্ছিল। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার কাছে ছুটে যাই। আমারও গুলি লাগতে পারত, তবে ভাগ্যক্রমে আমি বেঁচে যাই।’

তিনি বলেন, ‘আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে চাই।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, ‘আমরা যে ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা পাহাড়সম কঠিন। ১৬ বছরের অপশাসন দেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে; এক বছরে তা ভাঙা সম্ভব নয়।’

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা কোটা নয়, মেধার আন্দোলন করেছো। তাই আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গড়তে হবে। এ জন্য ক্লাসে ফিরে যাও এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হও।’
 

Shera Lather
Link copied!