ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লক্ষাধিক

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:১৪ পিএম
ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অপর দিকে, মৃত ও অবাঞ্ছিত হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার বাদ পড়েছেন।

রোববার (১০ আগস্ট)  ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।

আখতার আহমেদ জানান, খসড়া তালিকা প্রকাশের পর থেকে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সচিব আখতার আহমেদ বলেন, ২ মার্চ এ বছরের প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, যার ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, আর মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখের বেশি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব প্রার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নবীন ভোটারদের জন্য এক বছর অপেক্ষা নাকরানোর সুযোগ নতুন আইনে রাখা হয়েছে।

এ বছরের জন্য মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

রোববার সকালেই খসড়া ভোটার তালিকা দেশের সব নির্বাচন অফিসে সাঁটানো হয়েছে। এতে ভুল থাকলে সংশোধনের সুযোগ ২১ আগস্ট পর্যন্ত থাকবে। আবেদন গ্রহণ শেষে ২৪ আগস্ট নাগাদ তা নিষ্পত্তি করা হবে। এর পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।