ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৫:২৫ পিএম
প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন সম্পূর্ণ হবে এবং কোনো শক্তি সেটি বিলম্ব করতে পারবে না। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী নির্বাচন পরিচালিত হবে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই কাজ শুরু করেছে। বর্ষা মৌসুম শেষ হলে মহল্লা থেকে মহল্লা পর্যন্ত নির্বাচনের হাওয়া ছড়িয়ে পড়বে। নির্বাচনের মহোৎসব সকলেই দেখতে পাবেন।’

তিনি আরও জানান, জুলাই চার্টার অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কাজ চলছে এবং তা দ্রুত এগিয়ে যাচ্ছে।