ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

দেশ সবার, এখানে সবার অধিকার সমান: সেনাপ্রধান

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:৩১ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, গোত্রভেদে কোনও ভেদাভেদ থাকবে না। সবার অধিকার সমান। সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করাই হোক আমাদের অঙ্গীকার।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান ।

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি-সব সম্প্রদায় সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছি। আজকের দিনে আমরা নতুন করে অঙ্গীকার করি, এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করব।

তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, নিরাপদে উৎসব উদযাপন করবেন। যেকোনো ধর্মীয় উৎসব আমাদের সম্মিলিত আনন্দের উৎস। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে।

জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তার শিক্ষা হোক আমাদের চলার পথের দিশারি।

পরে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পলাশী মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।