ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পানি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:০৪ এএম
ছবি- সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়।

মোহাম্মদ আবু ইউছুফকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. মোকাব্বির হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রোববার (১৭ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন অবসরে যান গত ৪ আগস্ট।