শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:৪৮ এএম

রোহিঙ্গাদের সহায়তায় অনুদান কমে যাওয়ায় ড. ইউনূসের উদ্বেগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:৪৮ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ। ছবি- সংগৃহীত

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ।

শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অ্যান্ড্রুজ ঢাকা সফরে ছিলেন ২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সাক্ষাতে অ্যান্ড্রুজ ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ এবং ড. ইউনূসের অবদানকে বিশ্ব কৃতজ্ঞভাবে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে বড় পরিসরে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য অ্যান্ড্রুজ ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

সাক্ষাতের সময় ড. ইউনূস রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অ্যান্ড্রুজকে অনুরোধ করেন, রোহিঙ্গাদের জন্য অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় থাকা কূটনীতিকদের ১৭ আগস্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিফ করেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে কনফারেন্সে যোগদানের আহ্বান জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, ‘এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ছিল। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানান। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে, ফলে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন রয়েছে।’
 

Link copied!