ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নির্বাচনের রোডম্যাপে ইসির অনুমোদন, প্রকাশ যেকোনো সময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৩:১৭ পিএম
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) কমিশনের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এবং শিগগিরই এটি প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত শেষ দিনের শুনানি চলছে। বুধবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের শুনানি সম্পন্ন হয়েছে।

এ বছরের ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। গাজীপুরে ভোটার সমতা রক্ষা করতে একটি আসন বৃদ্ধি করে মোট ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন ৪ থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। পরে ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়ে।

২৪ আগস্ট থেকে শুরু হওয়া শুনানি আজ বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে কমিশন সব দাবি-আপত্তি বিবেচনা করে চূড়ান্ত ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।