রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন সংগঠনের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নুরকে দেখতে গিয়ে তিনি হাসপাতালে অবরুদ্ধ হন।
গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।
এ সময় নেতা-কর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারধর করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়। তাদের কোনো কথাই শোনা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এর আগে আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বহু নেতা-কর্মী আহত হন।