গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী করছেন তার হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে, সব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভঙ না ধরে কাজটা করেন।’
এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন