সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক টয়লেটে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এক ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।
বিমানবন্দরের পাবলিক টয়লেটে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা আদায় করা হচ্ছিল। এমনকি টয়লেটের দেয়ালে ১০ টাকা ফি উল্লেখ করে ব্যানার টানানো ছিল। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এর সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট ইজারাদারকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘আদালত তাৎক্ষণিকভাবে দেয়াল থেকে ভুল নোটিশ সরিয়ে ৫ টাকা ফি পুনর্লিখনের নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আবারও এমন অভিযোগ পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘যাত্রী সেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপস্থিত যাত্রী ও দর্শনার্থীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।