কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে কখনো পদায়ন হয়নি। এখনো হবে না। জাতীয় নির্বাচনে প্রশাসনের একটি বড় ভূমিকা থাকে। সে ক্ষেত্রে, স্বচ্ছতার লক্ষ্যে প্রশাসনে অনেক রদবদলও হয়ে থাকে। তবে লটারি পদ্ধতিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়ন কিংবা রদবদল হবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন একটি রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিব বলেন, ‘ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য।’
তিনি বলেন, ‘ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এ ছাড়া আমাদের ৫ সদস্যের ডিসি সিলেকশন কমিটি আছে, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করি। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।’