পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। বর্তমানে পিটার হাস মার্কিন জ্বালানি কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতের পাশাপাশি সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। ফলে এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।
এর আগে গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।
কক্সবাজার সফরে মহেশখালীতে তিনি অ্যাকসিলারেট এনার্জি সম্পর্কিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
মূলত অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করে থাকেন।
সম্প্রতি তাকে ঘিরে ব্যাপক আলোচনা হয় রাজনৈতিক অঙ্গণে। জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। ওই সময় গুঞ্জন ওঠে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক সূত্রগুলো জানায়, তখন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার কার্যকাল বিভিন্ন কারণে বেশ আলোচিত ছিল। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। অবসরের পরই তিনি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে তিনি নতুন কর্মজীবন শুরু করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন