রাজধানীর বারিধারা থেকে মাদকসহ আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বারিধারার একটি সিসা বার থেকে তাকে আটক করা হয়।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, সেলিম প্রধান বারিধারায় সিসা বার পরিচালনা করছিলেন। সেখানে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সেলিম প্রধান ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে আলোচনায় আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব তার গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, পাসপোর্ট, হরিণের চামড়া, ব্যাংকের চেক ও অনলাইন গেমিং পরিচালনার সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে নতুন মামলার প্রক্রিয়া চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন