আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভাষাসৈনিক আহমদ রফিক। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর একদিন আগেই শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ভাষাসৈনিক আহমদ রফিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। হাসপাতালে রেখে চিকিৎসার দরকার নেই বলেও জানিয়েছিলেন চিকিৎসক। এতে সংক্রমণের ঝুঁকি আছে বলেও জানান তারা। সেজন্যই তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল।
আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানিয়েছেন, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল আহমদ রফিকের। এরপর থেকে তার অবস্থা ভালো যাচ্ছে না। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। এরপর থেকে ল্যাবএইডের একজন নার্স, একজন কর্মচারী এবং আহমদ রফিকের পক্ষে একজন নার্স তার সেবায় নিয়োজিত ছিলেন। ল্যাবএইড কর্তৃপক্ষ চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করছে।
ভাষাসৈনিক আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন