ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পদ্মা সেতুতে আজ থেকে চালু স্বয়ংক্রিয় টোল আদায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:০৫ এএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পদ্মা সেতুতে এবার যুক্ত হলো আধুনিক প্রযুক্তির আরেক ধাপ- ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এখন থেকে আর টোল গেটের সামনে থেমে লাইন ধরার প্রয়োজন নেই; গাড়ি চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোল।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে (লাইভ পাইলটিং) চালু হবে এই নন-স্টপ ইটিসি সিস্টেম। এ তথ্য রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ইটিসি ব্যবহারের জন্য প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত ‘আরএফআইডি বুথে’ গিয়ে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করলেই কার্যক্রম শেষ।

এরপর ব্যবহারকারীরা কমপক্ষে ৩০ কিমি/ঘণ্টা গতিতে ইটিসি লেন দিয়ে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে তাদের অ্যাকাউন্ট থেকে। ভবিষ্যতে ট্যাপ অ্যাপ ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে এই সেবা যুক্ত করার কাজ করছে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প।

এটি দেশের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।