আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন প্রবাসীরা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো.আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন তিনি।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পোস্টাল ভোট দিতে হলে প্রবাসী ভোটারদের অনলাইনে আবেদন ও নিবন্ধন করতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে তাদের নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে।
তিনি বলেন, প্রবাসীরা ভোট দিয়ে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠাবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
সভা শেষে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন নির্বাচন কমিশনার।