পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এ লকারগুলো জব্দ করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার রয়েছে, নম্বর ৭৫১ ও ৭৫৩। কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে এগুলো জব্দ করা হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনের পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংকে মিলিয়ে তিনটি লকার জব্দ হলো।
পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও পাওয়া গেছে। একটিতে রয়েছে ১২ লাখ টাকার এফডিআর, অন্যটিতে প্রায় ৪৪ লাখ টাকা জমা আছে। এসব হিসাব জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এদিকে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সেটি মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তার ও পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। তার অংশ হিসেবেই লকারগুলো জব্দ করা হয়েছে।