ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নোবেলজয়ী কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:৪০ এএম
মারিয়া কোরিনা মাচাদো ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নেজুয়েলায় গণতন্ত্রের জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘মাচাদো দৃঢ় সংকল্পের সঙ্গে নিপীড়নের মুখোমুখি হয়েছেন। তার দেশ ও জনগণের জন্য স্বাধীন ও ন্যায়সংগত ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারে কখনোই দ্বিধা করেননি।’

অধ্যাপক ইউনূস নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে এমন লোকদের ওপর, যারা চুপ থাকতে অস্বীকার করে; গুরুতর ঝুঁকি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস করে। তারা আমাদের মনে করিয়ে দেয়— স্বাধীনতাকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং সর্বদা সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে রক্ষা করা উচিত।’

তিনি বলেন, ‘মাচাদো আরও সুন্দর বিশ্বের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং তা বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।’