শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:২৫ পিএম

সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না : অ্যাটর্নি জেনারেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:২৫ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করার চেষ্টা করলে দেশ পিছিয়ে পড়বে। তবে, সনদ বাস্তবায়নে কিছু দেরি থাকলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এতে পরিবর্তনের সুযোগ আছে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সনদ বাস্তবায়নের পক্ষে।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫-এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনদে স্বাক্ষর করেন।

জুলাই সনদ তৈরিতে আলোচনায় মোট ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) এবং কয়েকটি বামপন্থি দল এতে অংশগ্রহণ করেনি। এই দলে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।

সনদ বাস্তবায়নের এই প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে জুলাই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
 

Link copied!