রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৫:০১ পিএম

এসি-ল্যান্ডদের কড়া বার্তা দিলেন ভূমি উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৫:০১ পিএম

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি- সংগৃহীত

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি- সংগৃহীত

ভূমি প্রশাসন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। বর্তমানে এসি-ল্যান্ডরা শুধু ভূমি প্রশাসনের কাজেই নয়, বরং প্রশাসনের নানাবিধ দায়িত্বেও যুক্ত। কিন্তু দায়িত্ব যতই বহুমাত্রিক হোক না কেন, ভূমিসেবায় কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অক্টোবর ২০২৫-এর কমিশনার সমন্বয় সভা’য় এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সমস্যায় সাধারণ মানুষকে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়, আর এই হয়রানি দূরীকরণই সরকারের অন্যতম অগ্রাধিকার। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাজ বহুমাত্রিক হলেও তার মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ।

তিনি বলেন, ‘ভূমি অফিসগুলো আমরা যেমন দেখতে চাই, জনগণও তেমনই দেখতে চায়—সেই প্রত্যাশা পূরণে ভূমি অফিসগুলোকে আধুনিক ও জনবান্ধব করতে হবে। ভূমিসেবাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার ইতোমধ্যে একাধিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি এসি-ল্যান্ডগণ এবং তাদের পথপ্রদর্শক কমিশনারগণ। তাই তাদের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি এক ধরনের জনসেবামূলক অঙ্গীকার।’ সততা ও নিষ্ঠার সঙ্গে অনলাইনে ভূমিসেবা প্রদানে সফলতার জন্য আটজন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয় থেকে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।

সভায় জানানো হয়, সারা দেশে একযোগে আগামী ৩০ অক্টোবর নামজারির ভার্সন ২.১ সফটওয়্যার চালু করা হবে এবং ভূমি উন্নয়ন করের একটি অ্যাপও চালু করা হবে।

সঠিকভাবে অনলাইনে ভূমিসেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ পর্যন্ত ছয় হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সারা দেশের ৬১টি জেলায় ৮১৫টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারগণসহ আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!