ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগামী দুই দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মওকুফ করে দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করেছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, ‘কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করে দেওয়া হবে। এখানে অন্য আর কোনো কথা নেই।’
উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারো কোনো ব্যত্যয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে।’
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা। টানা সাত ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর পুনরায় চালু করা হয়।
কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হতো।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বাংলাদেশ বিমান একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস, আনসার ও অন্যান্য সংস্থার মোট ৩৫ জন সদস্য আহত হয়েছেন। যার মধ্যে আনসার বাহিনীর ২৫ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন