শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন সিওয়াইবি (Consumers Youth of Bangladesh)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা যাচাইয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় এই অভিযানটি শুরু করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি রক্ষা সংক্রান্ত মানোন্নয়ন নিশ্চিত করা।
এর পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগসমূহ বিশ্লেষণ করে তার সমাধানের পথ খোঁজা, হল প্রতিনিধিদের চাহিদা ও পরামর্শ শোনা এবং যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা। এ ছাড়া সামগ্রিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা এবং সাতটি হলের মধ্যে খাবারের মান ও পরিচ্ছন্নতার ভিত্তিতে সেরা হল নির্ধারণ করাও অভিযানের অন্যতম লক্ষ্য ছিল।
অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, এবং সহযোগিতা করেন ডেইরি সায়েন্স বিভাগের লেকচারার আব্দুল রাহমান।
অভিযানে অংশ নেন CYB-এর মডারেটরবৃন্দ, সংগঠনের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সাত হলের প্রতিনিধি এবং ফুড সেফটি বিভাগের শিক্ষার্থীরা।
অভিযান শেষে CYB- এর সভাপতি কাজি নাফিস সোয়াদ জানান, খুব শিগগিরই একটি অনলাইন অভিযোগ বক্স চালু করা হবে, যেখানে শিক্ষার্থী, হল প্রভোস্ট ও প্রতিনিধিবৃন্দ সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবেন। প্রতিটি হলের রাঁধুনীদের PPE ও হার্ড এপ্রোন প্রদান করা হবে বলেও জানানো হয়
সংগঠনের সদস্যবৃন্দ বলেন, একজন ভোক্তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকবো এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তুলবো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন