রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই বাংলাদেশ চালাচ্ছেন, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বিআইআইএসএস’র অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করেছে, এমনকি ঐ অঞ্চলের ন্যাশনাল লিডাররাও এটা স্বীকার করছেন।’
তিনি কোনো দেশের বিরুদ্ধে মন্তব্য না করে যোগ করেন, ‘প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার অস্তিত্বের ক্ষেত্রে আমাদের কী হবে, তা মাথায় রেখেই কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে হবে।’
মিয়ানমার ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, তাই দু’দেশই একে অপরের প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা সঠিকভাবে মোকাবিলা করতে পারিনি। আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাধা সৃষ্টি করছে।’
সেমিনারে উপস্থিত লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা। জেন-জি আমাদের উজ্জীবিত করেছে এবং আমরা তাদের কথা শুনব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু প্রতিবেশী দেশ জটিল। স্বাধীনতার পর থেকেই মিয়ানমার আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, যা সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমারে তিনটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’
কামরুল হাসান আরও যোগ করেন, ‘পাকিস্তান আমাদের থেকে ২৫-৩০ বছর এগিয়ে আছে ন্যাশনাল সিকিউরিটি ক্ষেত্রে, তাদের রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন