অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে জুলাই জাতীয় সনদে সই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’
গতকাল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অন্য সদস্যরা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, বৈঠকে আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সরকার যদি দৃঢ় পদক্ষেপ নেয়, তবে আমরা সই করার বিষয়ে ইতিবাচক থাকব।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি সাংবিধানিক আদেশের প্রস্তাব দিয়েছি, যা সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস জারি করবেন। প্রেসিডেন্টের এর ক্ষমতা নেই। সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে আমরা স্বাক্ষর করব।’
নাহিদ ইসলাম জানান, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে নতুন সংসদের কাঠামোর ভিত্তিতে একটি সংবিধান রচনার প্রক্রিয়া শুরু হবে। ঐকমত্য কমিশন এ বিষয়ে সুপারিশ দেবে, আর সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এনসিপির চূড়ান্ত অবস্থান।
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান কমিশনের আচরণ নিরপেক্ষ নয়। কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব এবং অন্যদের প্রতি বিমাতাসুলভ আচরণ দেখা যাচ্ছে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘প্রশাসনে পদায়ন ও নিয়োগে দলীয় প্রভাব স্পষ্ট। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে কর্মকর্তাদের তালিকা দিচ্ছেন। এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।’
প্রধান উপদেষ্টা এসব অভিযোগ গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, তবে এ মুহূর্তে সে পথে যাওয়ার সুযোগ নেই।’
প্রধান উপদেষ্টা বৈঠকে পুনরায় এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; সবাইকে অংশগ্রহণ করতে হবে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন।’