ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাশিয়ার তেল কোম্পানিতে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:২৬ এএম
ছবি- সংগৃহীত

রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে বড় আকারের সামরিক মহড়ার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি- রোসনেফট ও লুকোয়েল- এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য মস্কোর যুদ্ধযন্ত্রের অর্থায়ন ক্ষমতা দুর্বল করা এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার অনাগ্রহের জবাব দেওয়া।

গতকাল বুধবার (২২ অক্টোবর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

নিষেধাজ্ঞা ঘোষণার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল করেন।

এদিন সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি আমার কাছে সঠিক মনে হয়নি।’ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যুদ্ধ পরিচালনার ক্ষমতা কমাবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘এখনই হত্যাকাণ্ড বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতির সময়।’

তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ হোয়াইট হাউসের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ এর আগে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান খোঁজার দিকেই বেশি জোর দিচ্ছিল।

যদিও ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনই ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দিতে প্রস্তুত নন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার শিখতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পুতিনের ওপর প্রভাব খাটানোর আহ্বান জানাবেন।

রাশিয়া এরই মধ্যে তার শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পারমাণবিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার অগ্রগতি সম্পর্কে পুতিনকে অবহিত করছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থল, সমুদ্র ও আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক অস্ত্রও ছিল—যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এছাড়া রাশিয়ার Tu-22M3 বোমারু বিমান বাল্টিক সাগরের ওপর দিয়ে উড়ে যায় এবং ন্যাটো যুদ্ধবিমান সেগুলোর সঙ্গে এসকর্ট দেয় বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নও বুধবার রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। এতে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানির ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। ইউরোপের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।