রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন। তবে এ সাক্ষাৎ রাশিয়ার আরোপিত শর্ত ইউক্রেন পূরণ করা সাপেক্ষে ঘটবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলেছে, ‘ক্রেমলিন আজ শনিবার (১৭ মে) জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।’ তবে শর্তের বিষয়বস্তু বা ধরন সম্পর্কে জানাননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।
প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাতের প্রস্তাব দেন কিন্তু পুতিন নিজে না এসে তাঁর প্রতিনিধিদল পাঠান। গতকাল শুক্রবার এই প্রতিনিধিদল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক। পুতিনের উপস্থিত না হওয়াকে অনেকে যুদ্ধ দীর্ঘায়িত করার কেশৈল হিসেবেও দেখছেন অনেকে।
ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তাঁরা পুতিন-জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, ‘রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব। তবে তার জন্য দুই পক্ষকে কাজ করে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে।’
দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘একই সময়ে, প্রতিনিধিদলগুলোর যেসব নথিতে একমত হতে হবে, সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হলো ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন।’
আপনার মতামত লিখুন :