আজ সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন, যেখানে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সশস্ত্র বাহিনীর অগ্রগতি ও ভবিষ্যৎ দায়িত্ব পালনের বিষয়ে আলোকপাত করা হয়েছে।
দিনব্যাপী আয়োজন ও কর্মসূচি
সৌজন্য সাক্ষাৎ: সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে তিন বাহিনী প্রধান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: ঢাকা সেনানিবাসস্থ আইএমআই মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীর মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিকেলের সংবর্ধনা অনুষ্ঠান: বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, বীরশ্রেষ্ঠদের পরিবার, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরে কর্মসূচি: বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিশেষ অনুষ্ঠান সম্প্রচার: দিবসের তাৎপর্য তুলে ধরে গত ২০ নভেম্বর রাত ৮টায় বিটিভিতে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ সম্প্রচার করা হয়েছে। আজ বাংলাদেশ বেতার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ প্রচার করবে। বেসরকারি টিভি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন