হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২২ নভেম্বর) বেলা দুইটা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় টহল পুলিশের নজরে পড়লে তাকে থামতে বলা হয়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
এপিবিএনের কর্মকর্তারা জানান, পরে অফিসে নিয়ে তল্লাশি চালালে নূরুল আলমের গলায় ঝুলানো হজের কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার পকেট থেকে বিভিন্ন ক্যারেটের (২১, ২২ ও ২৪) মোট ১.৩ কেজি স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করেন। বিদেশফেরত যাত্রীরা বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা স্বর্ণ তিনি সংগ্রহ করতেন বলেও জানান তিনি।
এপিবিএন জানায়, চলতি বছর এখন পর্যন্ত এই বাহিনীর হাতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম। আটক নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। স্বর্ণ ও মাদক যে ধরনের চোরাচালানই হোক, তা প্রতিরোধে এপিবিএন সর্বদা তৎপর।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন