ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:৫৯ এএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দায়িত্বশীল নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ৩৬শে জুলাই খ্যাত ৫ আগস্টের পর কোনো সরকারপ্রধানের বাংলাদেশে এটাই প্রথম রাষ্ট্রীয় সফর।

শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে লাল গালিচায় তাকে বরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক এবং একান্ত বৈঠক করেন তিনি। রাতে ছিল তার সম্মানে রাজকীয় ভোজ।

রোববার (২৩ নভেম্বর) সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।