ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:২১ এএম
নোয়াখালীর চাটখিলে কর্মী সম্মেলনে বিএনপি নেতা ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। ছবি- রূপালী বাংলাদেশ

সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনকে উদ্দেশ্য করে মাহবুব উদ্দিন খোকন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আমরা দেশ নিয়ে চিন্তা করি, দেশকে রক্ষা করার চিন্তা করি, দেশের মানুষকে রক্ষা করার চিন্তা করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে রক্ষা করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে, তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে, চিকিৎসা করতে দেয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্মম নির্যাতন করে তার কোমরের হাড় ভেঙে গুড়ো করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, এখনো তার চিকিৎসা চলছে। দেশের বাহিরে থেকেও তিনি এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন।

এ সময় সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন।

খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জালাল আহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ. বি. এম. জাকারিয়া, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শারমিন রতন মুনা, মাহমুদুল হাসান শান্ত প্রমুখ।