ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রোববার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৫০ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ ২৩ নভেম্বর ২০২৫ ইংরেজি, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ রাশি

পরোপকারের জন্য অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। পুরোনো রোগের উপশম হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে মেষ রাশির জাতকদের। কোনও সহৃদয় ব্যক্তির দ্বারা আর্থিক লাভ হতে পারে।

বৃষ রাশি

দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভবান হতে পারেন। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যায় কষ্ট পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগাযোগে বাধা আসতে পারে। আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় ভালোই হবে। ব্যবসায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন, না হলে আইনি সমস্যা আসতে পারে।

মিথুন রাশি

আজ মিথুন রাশির জাতকদের পারিবারিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে। নতুন ব্যবসার সুযোগ আসতে পারে। কোনও আইনি জটিলতার মধ্যে আজ না জড়ানোই উচিত। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।

কর্কট রাশি

স্নায়ুর সমস্যা আজ বাড়তে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তিলাভের সম্ভাবনা থাকছে। ব্যবসায় মুনাফা বাড়বে। প্রতিযোগিতায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

আজ কৌশলে জটিল সমস্যার সমাধান করতে সমর্থ হবেন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নিলে লাভবান হবেন। ঋণ সংক্রান্ত আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন।

কন্যা রাশি

লোহা ও লৌহজাত দ্রব্যের ব্যবসায় লাভ হবে। প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষ সুবিধা পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যহানির যোগ রয়েছে। উচ্চশিক্ষায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে। ছোট ভাই-বোনের কারণে সমস্যায় পড়তে পারেন।

তুলা রাশি

আজ চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে তুলা রাশির জাতকদের। বাঁকা পথে উপার্জনের সুযোগ আসতে পারে। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে। অংশীদারি ব্যবসা বা যৌথ ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকছে। জ্ঞাতি শত্রুতার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

আজ আমদানি রপ্তানির ব্যবসায় লাভ হবে, তবে খরচের মাত্রা বাড়বে। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। নতুন বাড়ি তৈরি বা কেনার সুযোগ আসতে পারে। রক্তপাত বা অস্ত্রপচারের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলে আজ ঠকতে হতে পারে। সামাজিক কাজে অনুদানের জন্য অর্থ ব্যয় হতে পারে।

ধনু রাশি

জলবাহিত রোগের সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা কৌশলে সমাধান করতে সমর্থ হবেন। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে সমস্যা বাড়তে পারে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

মকর রাশি

অংশীদারি ব্যবসা আজ বিশেষ লাভজনক হবে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ আজ মিটতে পারে । অবিবাহিতদের বিবাহ যোগাযোগ হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ না করাই শ্রেয়। ভ্রমণে বিপদের আশঙ্কা রয়েছে। বিদেশে বেশই মাইনের চাকরির প্রস্তাব পেতে পারেন।

কুম্ভ রাশি

উপযুক্ত তৎপরতায় আজ আকস্মিক বিপদ কাটিয়ে উঠবেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আজ নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ নিলে তা ফলপ্রসু হবে। বন্ধুর সঙ্গে মতভেদ বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে।

মীন রাশি

ভবিষ্যতের বিষয়ে বিবেচনা করে সতর্ক পদক্ষেপ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা বিশেষ লাভজনক হবে। পুরোনো রোগে ভোগান্তির আশঙ্কা আছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা করতে পারে। নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে।