ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নির্বাচনী হলফনামায় বিদেশে থাকা সম্পদের বিবরণও বাধ্যতামূলক : দুদক চেয়ারম্যান

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:৫৪ এএম
দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন

নির্বাচনী হলফনামায় শুধু দেশি সম্পদ নয়, বিদেশে থাকা সম্পদের বিবরণও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

রোববার (২৩ নভেম্বর) সিলেট বিভাগীয় দুদক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা যখন সম্পদের বিবরণ চাই, তখন বিদেশি সম্পদের তথ্য বাদ দেওয়া অন্যায় হবে। অনিয়ম বা অনূর্পাজিত সম্পদ যার থাকবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে দুদক।

অনুষ্ঠানে তিনি দুদকের কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষিজমির পরিমাণ হলফনামায় দেখানো হয়েছিল ৫ দশমিক ২১ একর। তবে দুদকের অনুসন্ধানে তা বেড়ে দাঁড়ায় ২৯ একর। তবু সে সময় কমিশনের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া সিলেটের বহুল আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় দুদকের ওপর কোনো চাপ নেই বলেও জানান আবদুল মোমেন।