ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল বলেছেন, ‘যেটুকু আশা করেছিলাম, এক বছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।’
বুধবার (২৬ নভেম্বর) সকালে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে প্রথম বছর অতিক্রম করেছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ। নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে দিনভর নানা আয়োজন চলছে।

দিনের শুরুতে সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল। এ সময় তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতার মাধ্যমে রূপালী বাংলাদেশ যেন দেশের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই মাহেন্দ্রক্ষণে দেশের সব জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের পাঠক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর সফলভাবে অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।’
অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মো. সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভুঁইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ডিরেক্টর মিজানুর রহমান, ডিরেক্টর সুজাউল হাসান, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডিজিএম মাহতাব উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ আলী, ডেপুটি ডিরেক্টর মুহাম্মাদ ফরহাদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন