আইডিইএ-২ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের ২য় পর্যায়ে চুক্তির মেয়াদ বৃদ্ধি না হওয়ায় এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইডিইএ প্রকল্পের ৮০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস প্রকল্পের মোট ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ, যেমন— অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রমের প্রমাণ বা সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। অতীতে এমন অভিযোগ পেলে প্রকল্প কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়েছে। তবে এই ৮০ জনের অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাজনিত অভিযোগের কথা উল্লেখ করলেও তদন্ত ছাড়াই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন এবং প্রকল্পের সুনাম ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এই অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রকল্পের বর্ধিত মেয়াদে (আগামী ০১/১২/২০২৫ থেকে ৩০/১১/২০২৬ তারিখ পর্যন্ত) পুনঃনিয়োগ প্রদান করা হয়নি।
অফিস আদেশে হয়েছে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের আজকের (২ ডিসেম্বর) মধ্যে তাদের দায়িত্বে থাকা সকল মালামাল সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মালামাল বুঝিয়ে দেওয়ার পর ছাড়পত্র গ্রহণ করে প্রকল্প কার্যালয়কে অবহিত করার পরই তাদের বকেয়া বেতন-ভাতা ছাড় করা হবে বলেও জানায় প্রকল্প কর্তৃপক্ষ।


