শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৪৬ পিএম

শহীদ স্কাউটরা নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৪৬ পিএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ছবি- সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ছবি- সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নির্মাণে গভীর অনুপ্রেরণা যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

তিনি বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি মুহূর্তে স্কাউট সদস্যরা মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগড়ার চেতনায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

শনিবার (৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবরার বলেন, স্কাউটিং হলো চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার অনন্য প্রশিক্ষণ ব্যবস্থা। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে স্কাউট সদস্যরা দেশের সর্বত্র মানুষের পাশে দাঁড়ায়। 

তিনি আরও বলেন, আত্মনির্ভরশীল ও মানবিক নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের বিস্তার আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটকে স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, তাদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে আছে। তাদের সাহস আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে।

তিনি জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে, যা জাতির জন্য গৌরবের বিষয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতার স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ স্কাউটসে নারীদের বর্ধিত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতা এই চার মূল্যবোধ ধারণ করে সেরা নাগরিক হিসেবে গড়ে ওঠাই দেশের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
 

Link copied!